Monday, June 11, 2012

অন্য অর্থ




বাংলা ভাষায় সমাজ-অর্থনীতির চর্চাকে জ্ঞানমন্দিরের বাইরে সাধারণের নাগালে নিয়ে আসাই ছিল অন্য অর্থ-র লক্ষ্য। সাত ও আটের দশকে এ কাজের ব্রতী হয়েছিলের তরুণ শিক্ষক, গবেষক এবং ছাত্রছাত্রীদের একটি গোষ্ঠী। ক্লাসরুম ও সিলেবাসের বাইরে তাঁরা পা ফেলেছিলেন। তুলে এনেছিলেন তরতাজা নতুন অনেক প্রশ্নও। পরিস্থিতি এখন অন্যরকম হলেও প্রশ্ন সমূহের ধার কমে যায়নি। এখনও তাঁরা সমান প্রাসঙ্গিক। সংকলনটি সাধারণ পাঠকের কাছে আপাত জটিল অনেক ধ্যানধারণা সাহজভাবে মেলে ধরতে সক্ষম। গুরুত্তপূর্ণ এই পত্রিকার একটি নির্বাচিত সংকলন প্রকাশই অনেকে নিরাপদ বলে ধরে নিয়েছিলেন। চর্চাপদ সেই পথে হাঁটার চেষ্ঠা একেবারেই করেনি। পাঠকের সামনের হাজির করছে পুরো মহাফেজখানাটিই।
সম্পাদনা- শুভেন্দু দাশগুপ্ত, রাঘবেন্দ্র চট্টোপাধ্যায়, প্রবীর ভট্টাচার্য প্রণব কান্তি বসু।
প্রচ্ছদ ও বিন্যাস- হিরণ মিত্র।
১০০০ টাকা। 

No comments:

Post a Comment